ব্রাহ্মণবাড়িয়া টিভি রিলে কেন্দ্র
পটভূমি :
বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার প্রসার এবং সারাদেশে টেলিভিশন নেটওয়ার্ক বিস্তৃত করার লক্ষ্যে জাতীয় উন্নয়ন প্রচেষ্টা স্মারক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের পাশে দাতিয়ারা এলাকায় নির্মিত হয়েছে বিটিভির এই অত্যাধুনিক রিলে কেন্দ্রটি। ফরাসী সরকারের আর্থিক সহযোগিতায় এবং গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর ও বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের সক্রিয় তত্ত্বধানে শিল্প সংস্কৃতির বিশ্বখ্যাত তীর্থ জনপদ ব্রাহ্মণবাড়িয়া দাতিয়ারাতে নির্মিত হয়েছে টিভি রিলে কেন্দ্রটি।
স্থাপত্য শৈলীবৈশিষ্ট
ব্রাহ্মণবাড়িয়া টিভি রিলে কেন্দ্রটি দেশীয় ঐতিহ্য এবং আধুনিক স্থাপত্য নির্মান-করার একটি সবিশেষ নিদর্শন। মূল প্রবেশ তোরণ পেরিয়েই বাঁ দিকে অভ্যর্থনা কক্ষ, পুলিশ ব্যারাক, স্টাফ ডরমেটরী, পাম্প হাউজ, পরিদর্শন বাংলো ও প্রকৌশল অধ্যক্ষের বাসভবন। ডানদিকে মূল রিলে ভবন, ইলেকট্রিক সাব-স্টেশন ও ১২০ মিটার উচ্চতা বিশিষ্ট টাওয়ার, যার এয়ার কভারেজ ৮০ কি.মি.।
ব্রাহ্মণবাড়িয়া টিভি রিলে কেন্দ্রের গুরুত্ব
পল্লীবাংলার কাঁকনের মতো বলায়কৃতি নদী পূন্যতোয়া তিতাস-তীরে শিল্প-সংস্কৃতি-প্রসিদ্ধ উপমহাদেশখ্যাত এই ব্রাহ্মণবাড়িয়া। বিপ্লব, সঙ্গীত, সাহিত্য, শিক্ষা ও মুক্তিযুদ্ধে এই জেলায় রয়ছে এক স্বর্ণাভ ঐতিহ্য। বাংলাদেশ টেলিভিশনের প্রধান সম্প্রচার সেলের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সংলগ্ন অঞ্চল সমূহের আকাশ দূরত্ব বেশী থাকার কারণে এখানে বিটিভি অনুষ্ঠানমালার স্বাচ্ছন্দ দর্শন প্রায় অসম্ভব্ ব্রাহ্মণবাড়িয়া টিভি রিলে কেন্দ্রটি চালুর ফলে বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের আলোকে প্রণীত বিটিভির সকল অনুষ্ঠানমালার লাগসই প্রচার ও প্রদর্শনের কারিগরি আওতাভূক্ত হলো এই অঞ্চলের শিল্পানুরাগী, সংগ্রামশীল ও শিক্ষানুরাগী লাখো লাখো দর্শন-শ্রোতা।
উদ্ভোধন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ১৬ মে ১৯৯৭ খ্রিষ্টব্দ ব্রাহ্মণবাড়িয়া টিভি রিলে কেন্দ্রটি উদ্ভোধন করেন।
ব্রাহ্মণবাড়িয়া টিভি উপকেন্দ্রের সংক্ষিপ্ত বিবরণী:
০১। অবস্থান : দাতিয়ারা, ব্রাহ্মণবাড়িয়া।
০২। জমির পরিমান : ১.৬৫ একর।
০৩। টাওয়ার : ১২০ মিটার উচ্চতা।
০৪। সম্প্রচার পরিধি : ৮০ কি.মি.।
০৫। সম্প্রচারের ধরণ : টেরিষ্ট্রেরিয়াল সম্প্রচার।
০৬। সম্প্রচারের সময় : সকাল ৭.০০টা থেকে রাত ১২.৩০ মি: পর্যন্ত।
০৭। কারিগরি তথ্য:
Transmitter Name |
Model : PCN 1810 SSPQN/1C VHF TV Transmitter (NEC, JAPAN) |
Channel No |
5 |
Visual Carrier |
175.25 MHz |
Aural Carrier |
180.75 MHz |
Visual lF |
38.75 MHz |
Aural lF |
33.40 MHz |
Band Allocation |
(174.181)MHz |
Band Width |
7MHz |
Band No |
03 |
Visual Power |
10KW |
Aural Power |
1KW |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS