১. ভিশন ও মিশন :
বাংলাদেশ টেলিভিশনের রুপকল্প (Vision), অভিলক্ষ (Mission) নিম্নরুপ :-
রুপকল্প (Vision) : জনগনকে তথ্য প্রদান ও নির্মল আনন্দদানের পাশাপাশি শিক্ষার প্রসার জনসচেতনতায় উদ্বুদ্ধকরণ ও জাতীয় মানসগঠন।
অভিলক্ষ (Mission) : অনুষ্ঠান ও বহুমাত্রিক টিভি কনটেন্ট তৈরি এবং সংবাদ প্রচারের মাধ্যমে জনগনকে তথ্য প্রদান, উন্নয়নে উদ্বুদ্ধকরণ, জাতীয় ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি,সংস্কৃতির চর্চা ও লালনের মাধ্যমে জনরুচি উন্নয়ন ও জনমনে ইতিবাচক পরিবর্তন সাধন; পরিবেশ ও প্রকৃতি এবং জীবন- জীবিকার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গণসচেনতা ও জনগণের তথ্য প্রাপ্তির অধিকারের বিষয়ে সচেতনতা সৃষ্টি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS