Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Services list

টেলিভিশন লাইসেন্সঃ

 

টেলিভিশন সেট প্রস্তুত/সংযোজন/আমদানী, ক্রয়-বিক্রয় এবং আবাসিক ও বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহৃত টেলিভিশন সেট লাইসেন্সের আওতাভূক্ত করার লক্ষ্যে ”দ্য ওয়্যারলেস টেলিগ্রাফী অ্যাক্ট, ১৯৩৩” এর অধীনে ”দ্য টেলিভিশন রিসিভিং অ্যাপারেটাস (পজেশন এন্ড লাইসেন্সিং) রুলস, ১৯৭০” প্রণীত হয়েছে। উক্ত রুলস্ এ আবাসিক ভিত্তিতে ব্যবহৃত টেলিভিশন এর জন্য আবাসিক টেলিভিশন লাইসেন্স এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত টেলিভিশন এর জন্য বাণিজ্যিক টেলিভিশন লাইসেন্স গ্রহণ প্রথা বিদ্যমান।

 

ক)    টেলিভিশনের আবাসিক লাইসেন্সঃ

      টেলিভিশন ক্রয়ের ক্যাশমেমো/ ইনভয়েস এবং একত্র ০৩ (তিন) বছরের লাইসেন্স ফি জনতা ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে এককালীন আবাসিক লাইসেন্স সংগ্রহ করা যায়। আবাসিক টেলিভিশনের লাইসেন্স ফি নিম্নরুপঃ

 

ক্রঃ নং

বিবরণ

বাৎসরিক ফি

এককালীন ফি

সারচার্জ

(i)

সাদা-কালো টেলিভিশন

২০০/-

৬০০/-

মাসিক ১৫/-

বাৎসরিক (সবোর্চ্চ) ১৫০/-

(ii)

সাধারণ রঙিন ২১ ইঞ্চি পযর্ন্ত

৫০০/-

১,৫০০/-

মাসিক ৪০/-

বাৎসরিক (সবোর্চ্চ) ৪০০/-

(iii)

সাধারণ রঙিন ২২ ইঞ্চি বা তদু্র্ধ্ব

৬০০/-

১,৮০০/-

মাসিক ৪০/-

বাৎসরিক (সবোর্চ্চ) ৪০০/-

(iv)

LCD/LED ২১ ইঞ্চি পযর্ন্ত

৬০০/-

১,৮০০/-

মাসিক ৪০/-

বাৎসরিক (সবোর্চ্চ) ৪০০/-

(v)

LCD/LED ২২ ইঞ্চি হতে ৩৬ পযর্ন্ত

৮০০/-

২,৪০০/-

মাসিক ৪০/-

বাৎসরিক (সবোর্চ্চ) ৪০০/-

(vi)

LCD/LED ৩৭ ইঞ্চি বা তদূর্ধ্ব

১,০০০/-

৩,০০০/-

মাসিক ৪০/-

বাৎসরিক (সবোর্চ্চ) ৪০০/-

আবাসিক টিভি’র লাইসেন্সের আবেদনপত্র সংলাগ-০১ এ সংযুক্ত করা হলো।

 

খ)    বাণিজ্যিক টেলিভিশন লাইসেন্সঃ

 

     বাংলাদেশ টেলিভিশন, রামপুরাস্হ, সদর দপ্তর ভবনের (৮ম তলা) লাইসেন্স শাথা হতে সারাদেশের নিম্নোক্ত বাণিজ্যিক টিভি লাইসেন্স সরাসরি ইস্যু/নবায়ন করা হয়ঃ

ক্রঃ নং

বিবরণ বাৎসরিক লাইসেন্স ফি

বাৎসরিক নবায়ন ফি

সারচার্জ
০১ টেলিভিশন সেট প্রস্তুত/সংযোজন/আমদানীর জন্য লাইসেন্স ৬,০০০/- ৬,০০০/-

মাসিক ১০০/-

বাৎসরিক ১,০০০/-

০২ টেলিভিশন ক্রয়-বিক্রয় এর জন্য লাইসেন্স ২,০০০/- ২,০০০/-

মাসিক ১০০/-

বাৎসরিক টাঃ-১,০০০/-

০৩ টেলিভিশন মেরামত এবং এর খুচরা যন্ত্রাংশ বিক্রেতার লাইসেন্স ৯০০/- ৯০০/-

মাসিক ৫০/-

বাৎসরিক টাঃ-৫০০/-

০৪ হোটেল/মোটেল/রেস্তোরা/লঞ্চ/স্টীমার বা অন্যত্র বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত প্রত্যেক টেলিভিশন সেটের লাইসেন্স ১,২০০/- ১,২০০/-

মাসিক ৫০/-

বাৎসরিক ৫০০/-

বাণিজ্যিক টিভি’র লাইসেন্সের আবেদনপত্র সংলাগ-০২ এ সংযুক্ত করা হলো।

 

গ) কেব্‌ল্‌ টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্সঃ

 

স্যাটেলাইট টিভি চ্যানেলের অনুষ্ঠান কেব্‌ল্‌ নেটওয়ার্ক এর মাধ্যমে ধারণ এবং গ্রাহক সাধারণের মাঝে তা সঞ্চালনের জন্য কেব্‌ল্‌ টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ কে‌ব্‌ল্‌ অপারেটর/ফিড অপারেটর লাইসেন্স গ্রহণ করতে হয় ।বিটিভি সাময়িকভাবে এ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ শ্রেণীর লাইসেন্স ফি এর হার নিম্নরুপঃ-

 

ক্রঃনং লাইসেন্সের ধরন এলাকা প্রসেস ফি

বাৎসরিক লাইসেন্স

ও নবায়ন ফি

মাসিক সারচার্জ
০১ ডিসট্রিবিউটর (প্রতিটি বিদেশী পে-চ্যানেল)

সমগ্র বাংলাদেশ

২০,০০০/-

(নতুন লাইসেন্সের ক্ষেত্রে)

৩,০০,০০০/- ১,৫০০/-
০২ মাল্টিপল সিস্টেম অপারেটর (এম এস ও) ---------------------

১০,০০০/-

(নতুন লাইসেন্সের ক্ষেত্রে)

১,০০,০০০/- ১,০০০/-
০৩ কেবল অপারেটর বিভাগীয় শহর

৪,০০০/-

(নতুন লাইসেন্সের ক্ষেত্রে)

৫০,০০০/- ৫০০/-
বিভাগীয় শহরের বাইরে   ৩০,০০০/- ৪০০/-
০৪ ফিড অপারেটর বিভাগীয় শহর

২,০০০/-

(নতুন লাইসেন্সের ক্ষেত্রে)

১৬,০০০/- ৪০০/-
বিভাগীয় শহরের বাইরে ১০,০০০/- ৩০০/-
জেলা শহর ব্যতীত অন্যান্য  এলাকা  ৬,০০০/- ২০০/-

 

 

কেবল অপারেটর ও ফিড অপারেটর লাইসেন্সের আবেদনপত্র সংলাগ - ০৩ এ সংযুক্ত করা হলো।

 

বিশেষ দ্রষ্টব্যঃ 

নতুন কেবল অপারেটর ও ফিড অপারেটর লাইসেন্সের ক্ষেত্রে কোন কারন বশতঃ লাইসেন্স ইস্যু করা না গেলেও আবেদনের সাথে পরিশোধিত প্রসেস ফি লাইসেন্স ফি ও ভ্যাট বা এর অংশ বিশেষ ভবিষ্যতে ফেরত চাওয়া হবে এ সংক্রান্ত ৩ (তিন) শত টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প এ অঙ্গীকারনামা (Declaration) আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে ( অঙ্গীকার নামার নমুনা সংলাগ - ০৪ এ সংযুক্ত করা হলো )

 

নতুন কেবল অপারেটর ও ফিড অপারেটর লাইসেন্সের সকল কাগজপত্রাদিসহ যথাযথ আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট জেলা প্রশাসক-এর কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর সুপারিশসহ মতামত ও প্রতিবেদন পাওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের সদয় অনুমোদনমতে এ লাইসেন্স ইস্যু করা হয় ।